Bangla
6 days ago

রংপুরের পীরগাছায় বিয়ের বাস পুকুরে, নিহত ৩

Published :

Updated :

রংপুর জেলার পীরগাছা উপজেলায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৩ জন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছে।
পীরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত ১২ টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রংপুর নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হাজীরহাট এলাকার শান্তা রানী (৫৫), নগরীর বাবুপাড়া এলাকার অমৃত বালা এবং অজ্ঞাতনামা পুরুষ ১জন। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রংপুর নগরীর নজিরেরহাট এলাকা থেকে ৫০ থেকে৫৫ জন বাসে করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি বিয়ে বাড়িতে বৌভাতে গিয়েছিলেন। সেখানে দাওয়াত খেয়ে ফেরার পথে পীরগাছা-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দেউতি বেলতলা বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় এবং তারা ঘটনাস্থলেই মারা যান। 

পরে, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। পীরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার
করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
sayedmofidulbabu@gmail.com

Share this news