
Published :
Updated :

রংপুর জেলার পীরগাছা উপজেলায় পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু হলো উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব গ্রামের মাইদুল ইসলামের মেয়ে মেধা আক্তার (৮) ও পারুল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুন্নী খাতুন (১১)।
আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা থানার ওসি (তদন্ত) নাহিদ হোসেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী ওসি জানান, একই উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামে নানা শফিকুল ইসলামের বাড়িতে থাকতো মেধা আক্তার। সোমবার দুপুর ৩টার দিকে বাড়ির পাশে পুকুর সংলগ্ন গাছের নিচে আম কুড়াতে যায় সে। এরই এক পর্যায়ে মেধা পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা মেধাকে বাড়িতে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে তার নিথর দেহ পুকুরে ভাসতে দেখে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মেধাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নানার বাড়িতে থাকতো মুন্নী খাতুন। সোমবার বিকেল ৫টার দিকে ঘাঘট নদীতে গোসল করতে নামে মুন্নী ও তার এক বান্ধবী। গোসলের এক পর্যায়ে মুন্নী পানিতে ডুবে যেতে থাকলে তার বান্ধবী চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মুন্নীকে উদ্ধারের চেষ্টা চালায় এবং তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মুন্নীর মরদেহ উদ্ধার করে।
এদিকে, দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

For all latest news, follow The Financial Express Google News channel.