Published :
Updated :
ভ্যাটিকানের সেন্ট পিটার’স চত্বরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় অনুষ্ঠান শেষ হওয়ার পর তার কফিন রোমের সান্তা মারিয়া মাজোরে ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হয়েছে।
পোপের ইচ্ছা অনুযায়ী, ইতালির রাজধানী রোমের এই সান্তা মারিয়া মাজোরে গির্জা হবে তার চিরনিদ্রাস্থল।
বিবিসি জানিয়েছে, এখানে একটি সংক্ষিপ্ত প্রার্থনাসভা অনুষ্ঠিত হবে, তবে এটি টেলিভিশনে সম্প্রচার করা হবে না। তবে কিছু মানুষ গির্জার ভেতরে উপস্থিত হয়েছেন। এর আগে ভ্যাটিকান ঘোষণা করেছিল যে, রোববার সকাল থেকে সাধারণ মানুষ ফ্রান্সিসের সমাধি পরিদর্শন করতে পারবেন।
আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা ফ্রান্সিস পোপ ৮৮ বছর বয়সে গত সপ্তাহে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর, প্রায় দেড়শ কোটি ক্যাথলিক অনুসারী বিশ্বব্যাপী পোপের বিদায় অনুষ্ঠান এবং প্রাচীন রীতিনীতি অনুসরণ শুরু করে।
শ্রদ্ধা জানাতে, বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পোপের মরদেহ সেইন্ট পিটার’স ব্যাসিলিকায় রাখা হয়েছিল। এই সময়ে প্রায় আড়াই লাখ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন, বলে ভ্যাটিকান জানিয়েছে। এরপর শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে সেন্ট পিটার’স চত্বরে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাসভা শুরু হয়। প্রার্থনাসভা শেষে পোপের কফিন বিশেষ গাড়িতে করে সান্তা মারিয়া মাজোরে গির্জায় নেওয়া হয়।
ভ্যাটিকান জানিয়েছে, ইতালির রাজধানী রোমের রাজপথ ধরে পোপের কফিন নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে প্রায় দেড় লাখ মানুষ সমবেত হন কফিনের মিছিল দেখার জন্য।
এর আগে, সেইন্ট পিটার’স চত্বরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আড়াই লাখ মানুষ উপস্থিত ছিলেন, বলে ভ্যাটিকান জানিয়েছে। পোপকে সমাহিত করার আনুষ্ঠানিকতা কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফারেলের নেতৃত্বে স্থানীয় সময় দুপুর ২টায় শেষ হওয়ার আশা করা হচ্ছে।