Bangla
5 days ago

সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের দুই সহযোগীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Published :

Updated :

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মো. এ আরাফাতের সহযোগী আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আব্বাস উদ্দিনের স্ত্রী নুরুন নাহারের ক্ষেত্রেও।

দুদকের আবেদনের প্রেক্ষিতে, সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

আবেদনে বলা হয়, আব্বাস উদ্দিন ও নাজিম উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসা করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চলছে। অভিযোগের তদন্ত রাষ্ট্রের স্বার্থে গুরুত্বপূর্ণ এবং তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তাদের বিদেশে যাওয়ার চেষ্টা হলে তদন্তে বাধা আসতে পারে, তাই তাদের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

Share this news