Bangla
7 days ago

সাবেক ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল

Published :

Updated :

ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সর্বদলীয় বিক্ষোভ মিছিল যুব অধিকার পরিষদের জেলা সভাপতি তবিবুর রহমানের নেতৃত্বে সাতক্ষীরা নিউ মার্কেট মোড় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে খুলনা রোডমোড় আসিফ চত্বরে  সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন গণধিকার পরিষদ জেলা সাবেক যুগ্ন আহবায়ক ইয়াসিন আরাফাত, গণধিকার পরিষদ নেতা হাসানুর রহমান হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন  সাবেক আহবায়ক আরাফাত হোসাইন, ছাত্র অধিকার পরিষদের সাবেক জেলা সভাপতি ইমরান হোসেন ইমু, যুব অধিকার পরিষদ জেলার সাধাঃ সম্পাদক আজিবুর রহমান, আপ বাংলাদেশ জেলার আহবায়ক আক্তারুল ইসলাম আক্তার, সদস্য সচিব আবিদ হাসান,সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতীয় পার্টি কে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসন করা কোনভাবে মেনে নেওয়া হবে না। শুক্রবার সন্ধ্যায় ভিপি নুরের উপর পরিকল্পিতভাবে বর্বরোচিত হামলা চালিয়েছে। এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 

Share this news