Bangla
4 days ago

সাগরের জোয়ারে ভেসে গিয়ে শিশু নিখোঁজ

Published :

Updated :

কক্সবাজারের পেকুয়ায় সাগরের জোয়ারের স্রোতে শাখাওয়াত হোসেন ওয়াকি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাট সংলগ্ন কুতুবদিয়া চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। ওয়াকি পশ্চিমকূল এলাকার রেজাউল করিমের ছেলে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার শফিউল আলম।
 
তিনি জানান,  ওয়াকি তার এক বন্ধুর সঙ্গে সাগরের চরে খেলতে যায়। তারা আক্কাসের বাপের ঘোনা এলাকায় বেড়িবাঁধের কাছে গেলে হঠাৎ প্রবল জোয়ারের স্রোতে ওয়াকি তলিয়ে যায়। সাথে থাকা শিশু চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার অভিযানে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে।
 
শফিউল আলম আরও বলেন, চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ওয়াকির খোঁজ পাওয়া যায়নি।

Share this news