Published :
Updated :
সারা দেশে চলমান যৌথ অভিযানে গত এক সপ্তাহে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারকসহ ৭০ জন অপরাধীকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ৭ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে।
এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ, প্রতারক, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ ৭০ জনকে হাতে-নাতে আটক করা হয়।
আটকদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৩ রাউন্ড গুলি, ৮টি খালি কার্তুজ, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, মাদক, চোরাই মালামাল ও নগদ অর্থ। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা রয়েছে।
সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে।