Bangla
6 months ago

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬১৪ জন

Published :

Updated :

সারাদেশে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৬১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৫ জুন) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) ইনামুল হক সাগর।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে ১,১২১ জনের বিরুদ্ধে মামলা ও ওয়ারেন্ট ছিল, বাকি ৪৯৩ জনকে অন্যান্য অভিযোগে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে পুলিশ একটি ইজিবাইক, ৭ লিটার দেশি চোলাই মদ, দুটি বার্মিজ চাকু, নয়টি রামদা, একটি ছোরা ও একটি ওয়ান শুটারগান জব্দ করে।

পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানান, অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে এই বিশেষ অভিযান আরও কিছুদিন চলমান থাকবে।

Share this news