Published :
Updated :
সোমবার (১২ মে) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রভাবে গরম অনেকটা কমে এসেছে। একদিনেই তাপমাত্রা কমেছে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় রবিবারের তুলনায় আজ তাপমাত্রা ৮ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ৩১.৩ ডিগ্রিতে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
খুলনা ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে; কিশোরগঞ্জে হয়েছে সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টি।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি ও কোথাও কোথাও শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।