Bangla
2 days ago

সারাদেশের ছাত্রদের সংকট নিরসনের আশাবাদ শিক্ষা উপদেষ্টার

Published :

Updated :

কুয়েটসহ সারা দেশের ছাত্রদের আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা। এ বিষয় রাতারাতি সমাধানযোগ্য না উল্লেখ করে তিনি বলেন, পুরো প্রক্রিয়া নিয়ে কাজ করা হচ্ছে। 

বুধবার বিকেলে ফরিদপুর পৌরসভা ভবন সংলগ্ন ফরিদপুর সাহিত্য পরিষদের ভবনের ভিত্তি প্রস্তর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড, চৌধুরী রফিকুল আবরার এসব কথা বলেন। 

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবি দাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে ছাত্ররা যখনই কোন দাবি উপস্থাপন করত, তখন রাষ্ট্র ঝাপিয়ে পড়ত তাদের উপর। এখন যেহেতুে আগের পরিস্থিতি নেই, তাই সবাই একসাথে তাড়াহুড়ো করে হয়তো দাবিগুলো তুলতে গিয়ে দেশে এমন পরিস্থিতি হচ্ছে। আমরা ছাত্রদেরকে আশ্বস্ত করছি তাদের দাবিগুলো সংবেদনশীলতার সাথে দেখে নিয়ম ও আইনের মধ্যে থেকে উপযুক্ত সমাধানের চেষ্টা করব।

পরে রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে 'আগামীর শিক্ষা' প্রেক্ষিত বর্তমান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা সভাপতিতে সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আবরার নাদিম ইতু, সাহিত্য পরিষদের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন প্রমুখ।

Share this news