Bangla
5 days ago

সীমান্তে চোরাচালান চক্রের হোতা শাহীনের সহযোগী অস্ত্র ও গোলাবারুদসহ আটক

Published :

Updated :

কক্সবাজারের রামুর গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালান চক্রের প্রধান ডাকাত শাহীন বাহিনীর অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রাম থেকে নুরুল আবছারকে ৪টি দেশীয় একনালা বন্দুক, ১টি দেশীয় দুইনালা বন্দুক, ৮ রাউন্ড গোলাবারুদ, ৬টি খালি খোসা সহ আটক করে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবি।

গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপি জব্দকৃত ৯,৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামি ছিল নুরুল আবছার। সে গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল গ্রামের ফরিদুল আলমের ছেলে।
নুরুল আবছার ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের সাথে ডাকাত শাহীনের বাহিনীর সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি করেছে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিল বলে জানা যায়। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল।

tahjibulanam18@gmail.com 

Share this news