Bangla
8 months ago

শীতকালের ভ্রমণে যেসব জিনিস সাথে রাখা গুরুত্বপূর্ণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

Published :

Updated :

রুক্ষতার চাদর গায়ে দিয়ে প্রকৃতিতে শীতের আগমন ঘটলেও এই ঋতুর রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। অনেকের কাছে আবার ঋতুটি বেশ উপভোগ্য। তবে সব কিছু ছাপিয়ে শীতকালে যে বিষয়টি কারো কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তা হলো পরিবার-পরিজন কিংবা বন্ধু-বান্ধবদের সাথে দূরে কোথাও ভ্রমণে যাওয়া।

যেহেতু অন্যান্য ঋতুর মতো শীতকালও তার নিজস্ব রূপ নিয়ে প্রকৃতিতে হাজির হয়, তাই এই ঋতুর সাথে নিজেকে মানিয়ে নিতে অবলম্বন করতে হয় কিছু বিশেষ নিয়ম। আর সেটি যদি হয় ভ্রমণের বিষয়, তাহলে তো কিছু বাড়তি সতর্কতাও অবলম্বন করতে হয়। তা না হলে ভ্রমণের আনন্দ অনেকটাই মলিন হয়ে উঠতে পারে।

শীতকালে ভ্রমণে যাওয়ার সময় অবশ্যই কিছু দরকারি জিনিস সাথে নিয়ে যাওয়া উচিত। তা না হলে তীব্র শীতে শারীরিকভাবে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। চলুন জেনে নেওয়া সেসব বিষয়াদি সম্পর্কে।

ঔষধ

শীতকালে অনেকেই সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্টজনিত রোগে ভুগে থাকেন। তাই ভ্রমণে যাওয়ার সময় এসব রোগের ঔষধ সাথে নিয়ে যেতে হবে।

পাহাড় কিংবা সমুদ্রে ঘুরতে গেলে সেখানে আপনার প্রয়োজনীয় ঔষধ নাও পেতে পারেন। তাই সতর্কতা হিসেবে ভ্রমণে যাওয়ার আগেই আপনার প্রয়োজনীয় ঔষধপত্র সংগ্রহে রাখতে হবে।

ময়েশ্চারাইজার

শীতকালে শরীরের ত্বক রুক্ষ হয়ে ওঠে। তাই এসময় ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হয়। ভ্রমণের সময় ত্বকের রুক্ষতা আরো বেড়ে যেতে পারে যেহেতু এই সময় আপনি দিনের বেশিরভাগ সময় বাইরে কাটাবেন।

তাই আনন্দময় ভ্রমণে কোনো ধরনের রুক্ষতার সম্মুখীন হতে না চাইলে অবশ্যই ভ্রমণে যাওয়ার সময় সাথে করে ময়শ্চারাইজার হিসেবে ক্রিম, লোশন, গ্লিসারিন কিংবা পেট্রোলিয়াম জেলি নিয়ে যেতে পারেন। এতে করে আবহাওয়া যতই প্রতিকূল থাকুক না কেন, আপনার ত্বক থাকবে সতেজ ও মসৃণ।

অতিরিক্ত পোশাক

শীতকালে অনেক জেলাতেই শৈত্য প্রবাহের দেখা মিলে। আর এসময় অনেকক্ষণ বাইরে ভ্রমণের ক্ষেত্রে পরিহিত পোশাক কুয়াশায় আর্দ্র হয়ে ওঠে। তাই ভ্রমণে যাওয়ার আগে ব্যাগে অবশ্যই অতিরিক্ত পোশাক নিয়ে নিবেন। এতে করে আপনার ভ্রমণ হবে আরো স্বাচ্ছন্দ্যময়।

জুতা

যেকোনো ভ্রমণের ক্ষেত্রেই ক্যাডস বা স্নিকার সবচেয়ে উপযুক্ত। আর শীতকালে ভ্রমণের ক্ষেত্রে এটি শুধু উপযুক্তই নয়, বেশ উপভোগ্যও। বিশেষ করে পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে ক্যাডস বা স্নিকার আপনাকে বাড়তি সুবিধা দিবে।

সানগ্লাস

অনেকে মনে করেন শীতকালে সানগ্লাস খুব একটা দরকার নেই যেহেতু এই সময়ের রৌদ ততোটা প্রখর হয় না। কিন্তু মাথায় রাখা উচিত, বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতা কিছুটা বৃদ্ধি পায় যা আপনাকে হয়তো খুব বেশি অসুবিধায় ফেলবে না, তবে সানগ্লাস ব্যবহার উক্ত সময়টিকে আরো বেশি উপভোগ্য করে তুলবে। বিশেষ করে যারা সমুদ্রে ঘুরতে যাবেন তাদের জন্য সানগ্লাস ব্যবহার আরামদায়ক হয়ে থাকে।

মাস্ক

শীতকালের রাস্তাঘাটে বেশ ধুলাবালি দেখায় যায়। বিশেষ করে শহরে যেসব জায়গায় নগরায়ণের কাজ চলে সেখানে আরও এটি বেশি বিদ্যমান। তাই সব সময় মাস্ক ব্যবহার করা উচিত এবং সঙ্গে অতিরিক্ত মাস্ক রাখা উচিত।

অগ্রিম টিকিট

যেহেতু শীতকালে অনেকেই ঘুরতে যায়, তাই আগে থেকে হোটেল কিংবা প্রয়োজনীয় যানবাহনের অগ্রীম টিকিট কেটে রাখতে পারেন। তা না হলে গন্তব্যস্থলে গিয়ে সমস্যায় পড়তে পারেন।

বাচ্চাদের খাবার

বাচ্চাদের নিয়ে ভ্রমণে যাওয়ার সময় তাদের খাবারের বিষয়টি মাথায় রাখতে হবে। কারণ বাচ্চারা সব খাবারের সাথে অভ্যস্ত নয়। আর শীতকালে তাদের খাবারের ব্যাপারে আরো বেশি যত্নশীল হতে হয়।

তাই তারা যেসব খাবার খেতে অভ্যস্ত সেগুলো আপনার গন্তব্যে গিয়ে পাবেন কিনা সেটি আগেই নিশ্চিত হয়ে নিন। যদি সেসব খাবার উক্ত স্থানে গিয়ে না পাওয়া যায়, তাহলে আগেই সেগুলো সংগ্রহে রাখতে পারেন।

tanjimhasan001@gmail.com

Share this news