Bangla
7 months ago

পররাষ্ট্র সচিবদের বৈঠক

শেখ হাসিনার বক্তব্য, সীমান্ত হত্যার ঘটনা ও ভিসা প্রক্রিয়া নিয়ে আলোচনা

Published :

Updated :

বাংলাদেশের পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন জানিয়েছেন, শেখ হাসিনা ভারতে অবস্থানকালে বিভিন্ন বক্তব্যের কারণে বাংলাদেশ সরকারের মধ্যে কিছু উদ্বেগ রয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

জসিম উদ্দিন বলেন, শেখ হাসিনার ভারতে দেয়া বক্তব্যের কিছু অংশ বাংলাদেশ সরকারের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং সেটি ভারতের পররাষ্ট্রসচিবকে জানানো হয়েছে। 

তবে বিক্রম মিশ্রি তার জবাবে বলেন, শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য বাধা হওয়ার মতো নয়।

বৈঠকে সীমান্তে হত্যা শূণ্যে নামিয়ে আনার বিষয়েও কথা হয়েছে বলে জানান পররাষ্ট্রসচিব জসিম উদ্দিন। 

সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র সচিব জানান, সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি তাদের কোনো সংশয় থাকলে তারা আমাদের দেশে এসে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন। 

বাংলাদেশের বিভিন্ন মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনা এবং তাদের হুমকি বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রসচিব জানান, এই ধরনের হামলা এবং হুমকি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ২০২১ সালের জুলাইয়ের অভ্যুত্থান বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি তুলে ধরে মিথ্যাচার বন্ধে ভারতের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। 

বৈঠকে অভ্যন্তরীণ বিষয়ে দুই দেশকে মন্তব্য করা থেকে বিরত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। 

এছাড়া, ভারত বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেছে, বিশেষ করে চিকিৎসার জন্য ভারত যাওয়ার ক্ষেত্রে। 

Share this news