Bangla
18 hours ago

শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তারেক রহমান

Published :

Updated :

চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার তার নির্দেশে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান বিএনপির একটি প্রতিনিধি দল।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিনিধি দলে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

হাসপাতালে তারা ডা. শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় নেতারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

জামায়াতের নেতারা বিএনপি প্রতিনিধি দলকে স্বাগত জানান। এর আগেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন।

Share this news