Bangla
2 days ago

শিবগঞ্জে পানিতে ডুবে ও বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

Published :

Updated :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানিতে ডুবে ও বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার উজিরপুর ও চৌকা খড়িয়াল এলাকায় পৃথক দুই ঘটনায় প্রাণ হারায় তারা।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, পদ্মা নদীর সংযোগ খালে গোসল করতে গিয়ে ডুবে যায় উত্তর উজিরপুরের আনিম আলী (১১) ও মিম খাতুন (১০)। অসাবধানতাবশত গভীর পানিতে চলে গেলে তারা ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

একই দিন বজ্রপাতে প্রাণ যায় চৌকা পণ্ডিতপাড়ার শিশু শিক্ষার্থী রোহিত সিংহের (৬)। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বৃষ্টির মধ্যে একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার সময় বিদ্যালয় প্রাঙ্গণে বজ্রপাতের শিকার হয় রোহিত। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news