Bangla
a day ago

সিরাজ সেন্টারে আগুন: উদ্ধার ১৮ জন

Published :

Updated :

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আসে রাত ৭টা ৪৭ মিনিটে। ফায়ার সার্ভিস জানায়, নারী-শিশুসহ মোট ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। ভবনে প্রায় ২০০ পরিবারের সদস্য ছিলেন।

ফায়ার সার্ভিসের ধারণা, সিলিন্ডার ও জেনারেটর রাখা বেজমেন্ট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। পাশের একটি পুকুরের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Share this news