Published :
Updated :
আজ শনিবার জামায়াতে ইসলামী ও বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জামায়াত ও ৮টায় বিএনপির সঙ্গে বৈঠকের সময় নির্ধারিত হয়েছে।
যদিও বিএনপি বৈঠকে অংশ নেবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকালের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।
সম্প্রতি চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন ওঠে, তবে তার সহকারী স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগ করছেন না। জামায়াত সর্বদলীয় সংলাপের আহ্বান জানিয়েছে।