Published :
Updated :
কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বন থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান হাতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জুমছড়ি নামক পাহাড়ি এলাকায় মৃত হাতিটি দেখতে পেয়ে বনবিভাগের কর্মীদের খবর দেন। বনবিভাগের কর্মীরা মৃত হাতিটিকে উদ্ধার করে। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এটি পুরুষজাতের এশিয়ান প্রজাতির হাতি। এর বয়স আনুমানিক ৩৫ বছরের মতো বলে জানিয়েছে বনবিভাগ।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, শারীরিকভাবে অসুস্থতার কারণে হাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাতিটির মুখ দিয়ে রক্ত বমি বের হয়েছে। হাতির চলার পথে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত রক্ত বমি দেখা হেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন এই বন কর্মকর্তা।