Bangla
10 hours ago

শনিবার টিএসসিতে ক্ষুদে গবেষকদের সম্মেলন

Published :

Updated :

স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন “চিন্তার চাষ” এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-এ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫), দিনব্যাপী অনুষ্ঠানে ৭ম থেকে ১০ম শ্রেণির স্কুল শিক্ষার্থীরা তাদের গবেষণা পত্র ও ধারণাপত্র উপস্থাপন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মোবারক আহমেদ খান, সাবেক সদস্য, বাংলাদেশ পরমানু শক্তি কমিশন; ড. উপমা কবির, ডিন, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আসজাদুল কিবরিয়া, পরিকল্পনা সম্পাদক, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস।  

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, চেয়ারম্যান (সিনিয়র সচিব), বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি); অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি); অধ্যাপক ড. হাসিনা খান, সাবেক সচিব (এক্স-অফিসিও), বাংলাদেশ বিজ্ঞান একাডেমি; ড. জেবা আই সেরাজ, ইউজিসি অধ্যাপক, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এছাড়া চিন্তার চাষ এর নির্বাহী পরিচালক জনাব এস. এম. মেসবাহ আর রহমান, পরিচালক ও ‘১০ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন, ২০২৫’ এর আহ্বায়ক জাহিদুল ইসলামসহ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত থাকবেন।  

উদ্বোধনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘চিন্তার চাষ” এর চেয়ারম্যান মুহাম্মদ শফিকুর রহমান।

Share this news