Bangla
4 days ago
সোহাগ হত্যা: চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধে দেশব্যাপী অভিযান দাবি এবি পার্টির
Published :
Updated :
মিটফোর্ডে ব্যবসায়ী মো. সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক নির্বাচিত ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু দুর্বৃত্ত দেশকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে।
তারা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় স্থানীয় যুবদল নেতাদের হাতে প্রকাশ্যে খুন হন সোহাগ। নেতারা বলেন, সরকার ও প্রশাসনের ব্যর্থতায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে সন্ত্রাসী, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের গ্রেপ্তারে দেশব্যাপী কম্বাইন্ড অভিযান চালানোর দাবি জানান তারা।
নেতৃবৃন্দ নিহত সোহাগের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আহ্বান জানান।