Bangla
8 hours ago

সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Published :

Updated :

ব্যবসায়ী সোহাগকে প্রকাশ্যে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (১২ জুলাই) সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, মিডফোর্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে ব্যবস্থা নিচ্ছে।

বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ার দায় আইনশৃঙ্খলা বাহিনীর নয় উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তবে বাহিনী কোনোভাবেই নির্লিপ্ত নয়। তারা সক্রিয়ভাবে কাজ করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা একইসঙ্গে চাঁদপুরের সাম্প্রতিক সহিংস ঘটনার কথাও উল্লেখ করেন এবং জানান, সেখানেও গ্রেফতার অভিযান চলছে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাষ্ট্র ও তার বাহিনীর উপর ছেড়ে দিন।

Share this news