Published :
Updated :
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২-এ শোক জানাতে গিয়ে মো. আজিজুর রহমান নামে এক রিকশাচালক মব সন্ত্রাসের শিকার হন। পরে তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এ ঘটনাকে সরকারের ঘোষিত নীতির পরিপন্থী বলে তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
রোববার এক বিবৃতিতে আসক জানায়, ১৪ ও ১৫ আগস্ট ধানমন্ডি ৩২-এ সাধারণ মানুষকে মব সন্ত্রাসীরা ফোন তল্লাশি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাদের হাতেই মারধরের শিকার হয়ে আজিজুর রহমানকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে জুলাই মাসের ছাত্র আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখায়।
আসক অভিযোগ করে, জুলাই আন্দোলনের মামলাগুলোতে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে, অথচ সরকার বারবার বলছে যাচাই-বাছাই করে গ্রেফতার করা হচ্ছে। সংস্থাটি মনে করে, শোক প্রকাশে আসা একজন সাধারণ নাগরিককে গ্রেফতার দেখানো সংবিধান ও মানবাধিকারের লঙ্ঘন, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।