Published :
Updated :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আওতাধীন সোনাদিয়া দ্বীপের সৈকতে এক যুবকের লাশ পাওয়া গেছে। রোববার (৪ মে) রাতে সোনাদিয়ার পশ্চিমপাড়া এলাকার সৈকত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৭ থেকে ৩০ বছর হতে পারে । পুলিশ ও স্থানীয়দের ধারণা, লাশটি কোনো পর্যটকের।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় জোয়ারের পানিতে সোনাদিয়ার পশ্চিমপাড়া এলাকার সৈকতে লাশটি ভেসে আসে। জেলেরা লাশটি দেখতে পেয়ে গ্রামের লোকজনকে খবর দেন। পরে তারা বিষয়টি স্থানীয় পরিষদ ও থানা পুলিশকে জানায়।
সোনাদিয়ার ইউপি সদস্য একরাম মিয়া বলেন, ওই যুবকের শরীরে লাইফ জ্যাকেট ও কানে হেডফোন ছিল। হয়তো তাকে কেউ হত্যা করে সাগরে ভাসিয়ে দিয়েছে।
কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাকে পর্যটক বলে মনে হয়েছে।
এবিষয়ে জানতে
মহেশখালী থানার ওসি মো. কায়সার হামিদের সরকারি নাম্বারে একাধিকবার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।