Published :
Updated :
কুমিল্লায় দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস।
নাঙ্গলকোটে হাসানপুর রেল স্টেশনে রোববার ইফতারির সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
পূর্ব রেলের ডিভিশনাল ট্রাফিক অফিসার তারেক মোহাম্মদ ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লার হাসানপুর স্টেশনে দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।
এতে অনেকে আহত হয়েছেন বলে খবর পেলেও কারও নিহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হাসানপুর স্টেশনে একটি মালবাহী ট্রেন দাঁড়িয়েছিল। চট্টগ্রাম থেকে আসা সোনার বাংলা এক্সপ্রেস একই লাইনে এসে পেছন থেকে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে পড়ে।
নাঙ্গলকোট রেল স্টেশনের স্টেশন মাস্টার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতে সোনার বাংলা ও মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।”
দুর্ঘটনায় অর্ধশতের মতো যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আহতদের স্থানীয় বেসরকারি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।