Published :
Updated :
জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকদের কর্মক্ষমতার বার্ষিক মূল্যায়ন করা হবে। পুনর্নিয়োগের ক্ষেত্রে পূর্বের কর্মক্ষমতা বিবেচনায় নেওয়া হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চেয়ারম্যান/পরিচালক নিয়োগ নীতিমালা–২০২৫ জারি করে এমন নিয়ম অন্তর্ভুক্ত করেছে।
নীতিমালায় বলা হয়েছে, চেয়ারম্যান বা পরিচালক নিয়োগের সময় প্রার্থীর যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করা হবে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাজীবীদের নিয়োগও সম্ভব হবে।
এই নীতিমালা মূলত রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য।
এর আগে, ২০২৪ সালের ৯ এপ্রিল মন্ত্রণালয় নীতিমালা জারি করেছিল। তখন বিশ্বব্যাংক জানিয়েছিল, সরকারি ব্যাংকের পরিচালকরা যথেষ্ট জবাবদিহিতার মধ্যে নেই। এই প্রেক্ষাপটে নতুন নীতিমালা জারি করা হলো অন্তর্বর্তী সরকারের উদ্যোগে।
 
 
 For all latest news, follow The Financial Express Google News channel.
              For all latest news, follow The Financial Express Google News channel.