Bangla
4 days ago

শ্রমিকদের বর্তমান অবস্থা অপরিবর্তিত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: প্রধান উপদেষ্টা

Published :

Updated :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রমিকদের বর্তমান অবস্থা অপরিবর্তিত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন।

তিনি বলেন, "আমাদের প্রথম কাজ হচ্ছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী জরুরি করণীয়গুলোর বাস্তবায়ন শুরু করা। এরপর ধাপে ধাপে প্রতিটি সুপারিশ পূর্ণভাবে কার্যকর করতে হবে।" 

বুধবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

"শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে"-এই স্লোগানে এবার মে দিবস পালিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ৫ জন শ্রমিকের পরিবারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

এতে আরও উপস্থিত ছিলেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শ্রম সচিব এ এইচ এম সফিকুজ্জামান এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ।  

অনুষ্ঠানে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর পাঠানো একটি ভিডিও বার্তা প্রদর্শিত হয়।

Share this news