Published :
Updated :
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দেশের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘পুলিশ সপ্তাহ-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস জানান, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে পুলিশ বাহিনীকে দলীয় উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যা তাদের জনরোষের মুখে ফেলে এবং অনেক সৎ পুলিশ সদস্যকে ক্ষতিগ্রস্ত করেছে।
তিনি আরও বলেন, গত আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় আইনশৃঙ্খলা ব্যবস্থা ভঙ্গুর ছিল। জনগণ ও পুলিশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। পরিস্থিতি উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে—যার মধ্যে রয়েছে বিশেষ অভিযান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, পুলিশ সদস্যদের প্রণোদনা, এবং অংশীজনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ।
ড. ইউনূস ২৫ মার্চ ১৯৭১-এ রাজারবাগ পুলিশ লাইনে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রমেই শান্তিপূর্ণভাবে ঈদ, দূর্গাপূজা, ইজতেমা ও নববর্ষ পালিত হয়েছে এবং যেকোনো অপরাধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এই অবদানের জন্য তিনি পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।