সুন্দরবনের করমজলে মহাবিপন্ন ‘বাটাগুর বাসকা’ কচ্ছপের ৬৫টি বাচ্চার জন্ম
Published :
Updated :
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে মহাবিপন্ন কচ্ছপ প্রজাতি ‘বাটাগুর বাসকা’র ডিম থেকে জন্ম নিয়েছে ৬৫টি সুস্থ বাচ্চা। সোমবার (৫ মে) সকালবেলায় ডিমগুলো থেকে বাচ্চাগুলো ফোটে। পরে সেগুলোকে করমজলের সংরক্ষণ প্যানে স্থানান্তর করে নিবিড় পরিচর্যায় রাখা হয়।
প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি করমজলের একটি মাদি কচ্ছপ ৮২টি ডিম পাড়ে। সেগুলো সংগ্রহ করে বালুর স্যান্ডবিচে রাখা হয় এবং সযত্নে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ইনকিউবেশন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর সোমবার সকালেই সেখান থেকে ৬৫টি বাচ্চা ফুঁটে বের হয়।বাচ্চাগুলো বড় হওয়ার পর ধাপে ধাপে বড় পুকুরে স্থানান্তর করা হবে।
২০১৪ সালে শুরু হওয়া আশার গল্প প্রসঙ্গত, ২০১৪ সালে করমজলে কচ্ছপ প্রজনন কর্মসূচির যাত্রা শুরু হয় মাত্র ৮টি কচ্ছপ নিয়ে। এখন পর্যন্ত এখানে ৫২১টি ডিম উৎপন্ন হয়েছে, যার মধ্যে ৪৭৫টি ডিম থেকে সফলভাবে বাচ্চা জন্ম নিয়েছে। বর্তমানে এই কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে ৪৫৮টি বাটাগুর বাসকা কচ্ছপ রয়েছে। এদের মধ্যে শতাধিক কচ্ছপকে পূর্বে সুন্দরবনের নদী ও সাগরে অবমুক্ত করা হয়েছে প্রাকৃতিক পুনর্বাসনের জন্য।
বঙ্গোপসাগর উপকূল ও সুন্দরবন এলাকার নদীতে একসময় প্রচুর ‘বাটাগুর বাসকা’ দেখা গেলেও বর্তমানে প্রজাতিটি আইইউসিএন-এর রেড লিস্টে মহাবিপন্ন হিসেবে তালিকাভুক্ত। করমজলের এই সফল প্রজনন কার্যক্রম এ প্রজাতি সংরক্ষণে একটি বড় আশা জাগায়।