Bangla
2 days ago

স্বাস্থ্য খাত সংস্কারে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের নির্দেশ প্রধান উপদেষ্টার

Published :

Updated :

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলা সমস্যাগুলো সমাধানে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি কমিশনের যেসব সুপারিশ দ্রুত বাস্তবায়নযোগ্য, সেগুলোর বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করলে তিনি এসব কথা বলেন।

প্রতিবেদনটিকে যুগান্তকারী উল্লেখ করে ড. ইউনূস বলেন, “স্বাস্থ্য খাতের সমস্যাগুলো বহুদিনের, এই কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে তা বড় অর্জন হবে।”

তিনি জানান, চিকিৎসক সংকট বড় একটি সমস্যা। কোথাও চিকিৎসক নেই, আবার কোথাও চিকিৎসক থাকলেও সঠিক জায়গায় কাজ করছেন না- এই পরিস্থিতির স্থায়ী সমাধান প্রয়োজন।

স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “ডাক্তারদের যেখানে পোস্টিং হয়, সেখানে কর্মরত থাকা নিশ্চিত করতে হবে।”

কমিশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে সদস্যরা প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় ডা. মোহাম্মদ জাকির হোসেন, ডা. লিয়াকত আলী, ডা. সায়েবা আক্তার, সাবেক সচিব এম এম রেজা, এবং শিক্ষার্থী প্রতিনিধি উমায়ের আফিফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন ডা. নায়লা জামান খান ও ডা. মোজাহেরুল হক।

Share this news