Bangla
a day ago

স্বদেশে প্রত্যাবর্তনের দাবিতে রোহিঙ্গাদের সমাবেশ

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে  স্বদেশে প্রত্যাবর্তনের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) দুপুর ২টার দিকে উখিয়ার ৭ নম্বর ক্যাম্পের নৌকার মাঠ মসজিদ প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে নেতৃত্ব দেন রোহিঙ্গা সংগঠন রো-এফডিএমএন-আরসির মো. সৈয়দুল্লাহ, মাস্টার কামাল এবং মাস্টার ফোরকানসহ কয়েকজন রোহিঙ্গা নেতা।

বক্তারা বলেন, আমরা রোহিঙ্গারা বছরের পর বছর ধরে মিয়ানমারের আরাকানে ভয়াবহ নিপীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছি। এখন আমরা সংগঠিত হয়ে, ঐক্যবদ্ধভাবে নিজ দেশে ফেরত যেতে প্রস্তুত। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, সম্মানের সঙ্গে মাতৃভূমিতে ফিরতে চাই।

তারা আরও বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আমরা বাংলাদেশ সরকারের সহানুভূতিশীল সহযোগিতা কামনা করি এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা ও সমর্থন প্রত্যাশা করি।’

সমাবেশে রো-এফডিএমএন-আরসি সংগঠনের সদস্য সৈয়দুল্লাহ বলেন, ধর্মীয় ও জাতিগত কারণে রোহিঙ্গারা আজকের এই করুণ পরিস্থিতিতে পড়েছে। আমরা বিশ্বকে বলতে চাই, রোহিঙ্গা জনগোষ্ঠী কোনো জাতির জন্য হুমকি নয়। রাজনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক ঐকমত্যের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এজন্য প্রয়োজন একটি সম্মিলিত নেতৃত্ব একটি 'কালেকটিভ লিডারশিপ'।

পাশাপাশি রোহিঙ্গা ভাই-বোনদের ভিন্ন মত আদর্শকে এক করে প্রত্যাবাসন প্রক্রিয়া অগ্রগামী করতে রো-এফডিএমএন-আরসি পুনরুজ্জীবিত হয়ে আবারো ক্যাম্পে কাজ করা শুরু করতে তাগিদ দেন এই নেতা।

একই সংগঠনের আরেক সদস্য মুসা বলেন, ‘দূরদর্শী পরিবর্তন অভিযান’ হলো একটি সংগ্রামী সংগঠন, যা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ঐক্যমত্য তৈরির মাধ্যমে প্রত্যাবাসনের একটি রূপরেখা গড়ে তুলছে। এই উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের মধ্য থেকে প্রতিনিধি ও নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা চলছে। সংগঠনটি প্রত্যাবাসন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখতে চায়।’

তিনি জানান, ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের প্রতিটি ব্লক থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এই প্রতিনিধিরা নিয়মিত রো-এফডিএমএন-আরসির সঙ্গে যোগাযোগ রক্ষা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবেন।

এদিকে সমাবেশ সম্পর্কে জানতে চাইলে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা দায়িত্বে থাকা ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, ‘সিআইসির অনুমতি নিয়েই এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা অনুমতি দেই না। আজকের সমাবেশ শান্তিপূর্ণভাবে হয়েছে এবং রোহিঙ্গারা স্বদেশে ফেরার ব্যাপারে ঐক্যবদ্ধভাবে তাদের ইচ্ছা প্রকাশ করেছে। 

tahjibulanam18@gmail.com

Share this news