
Published :
Updated :

রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ ফেনী ও ময়মনসিংহ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই পরিস্থিতি মঙ্গলবার পর্যন্ত থাকতে পারে, তবে বুধবার (১১ জুন) থেকে তাপমাত্রা কমে বৃষ্টি বাড়তে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, মৌসুমি বায়ুর দুর্বল অবস্থানের কারণে আপাতত দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। তবে চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও সিলেটের কিছু অংশে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে।

For all latest news, follow The Financial Express Google News channel.