Bangla
3 days ago

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

Published :

Updated :

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের মেরিন ড্রাইভের পশ্চিম জাহাজপুরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক। তিনি জানান, সোমবার রাতে কিছু ব্যক্তি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় করে ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবাসহ একটি ইঞ্জিনচালিত কাঠের তৈরী নৌকা উদ্ধার করে।

এ ঘটনায় অজ্ঞাতনামা মাঝিসহ ৪–৫ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

tahjibulanam18@gmail.com 

Share this news