Bangla
10 hours ago

টেকনাফে বাংলা মদসহ দুই কারবারি আটক

Published :

Updated :

কক্সবাজারের টেকনাফে বাংলা চোলাই মদ পাচারে জড়িত দুইজন মাদককারবারিকে আটক করেছে বিজিবি। এসময় ৯.৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

আটক হলেন উখিয়া থ্যাংখালী এলাকার অলি আহমদের ছেলে মো. কায়েছ এবং টেকনাফ নাইটংপাড়া এলাকার মৃত হাসেমের ছেলে মো. আব্দুল ফয়েজ।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টা ৩০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনে দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী ‘পায়রা সার্ভিস’ নামক একটি যাত্রীবাহী বাসকে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে থামায়। এরপর বাসের ছাদে মালামালের সঙ্গে অবস্থানরত দুইজন যাত্রীর অস্বাভাবিক আচরণ নজরে আসে। সন্দেহ পোষণ করে তাঁদের এবং মালামালকে বিস্তারিত ও নিবিড়ভাবে তল্লাশি করা হয়।

তল্লাশির এক পর্যায়ে, এক যাত্রীর বহন করা কাঠের ওয়ারড্রোবের ভিতরে অত্যন্ত চতুরতার সঙ্গে লুকানো অবস্থায় চারটি কালো পলিথিন প্যাকেটে মোট ৯.৫ (নয় দশমিক পাঁচ) লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়।

অধিনায়ক জানান, মাদকদ্রব্য বহনের দায়ে তাৎক্ষণিকভাবে দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং জব্দকৃত মাদক ও আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরী। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট ও আপসহীন। সীমান্তকে মাদকমুক্ত রাখতে এবং চোরাচালান বন্ধে আমরা আমাদের অভিযানিক কার্যক্রম আরও জোরদার করব।”

tahjibulanam18@gmail.com 

Share this news