Bangla
9 hours ago

টেকনাফে তিন মাদককারবারি গ্রেপ্তার

Published :

Updated :

কক্সবাজারের টেকনাফে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি জিপগাড়ি, তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টেকনাফ থানা পুলিশ।

বুধবার বিকেল আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার মৃত জানে আলমের ছেলে মো. রাশেদুল হক (৩৬), একই এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মো. হোসেন (২৬) এবং লেদা ক্যাম্পের রোহিঙ্গা মৃত আব্দুল হাকিমের ছেলে মো. ইউনুস (৩৮)।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি জায়েদ নূর।

থানা সূত্রে জানা যায়, অভিযানে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপগাড়ি, তিনটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১,৪৮০ টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকেই হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

tahjibulanam18@gmail.com 

Share this news