Bangla
6 months ago

থাইল্যান্ডে ৭০ জন অবৈধ অভিবাসী আটক, রোহিঙ্গা সন্দেহ

Published :

Updated :

থাইল্যান্ডের স্থানীয় পুলিশ দেশটির দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে কমপক্ষে ৩০ জন শিশু রয়েছে। তারা রোহিঙ্গা হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। 

শনিবার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হয় এবং তাদের নাগরিকত্ব দেওয়া হয় না। এছাড়া, রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে ব্যাপক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে থাকে।

থাইল্যান্ডের ফাং এনগার পুলিশ কমান্ডার সোমকানে ফোথিস্রি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা মিয়ানমার থেকে এসে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনা করছিল।

সাধারণত অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে রোহিঙ্গারা নৌকায় করে থাইল্যান্ড, বাংলাদেশ, মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যাওয়ার চেষ্টা করে, কারণ ওই সময়ে সমুদ্র শান্ত থাকে।

পুলিশ আরও জানিয়েছে, "আমরা এখনও নিশ্চিত হতে পারিনি তারা মিয়ানমারের রোহিঙ্গা কিনা, তবে তদন্ত চলছে।" 

Share this news