Published :
Updated :
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২৬ এপ্রিল) ভোর রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন,এজাহারভুক্ত প্রধান আসামী আবুল ফজল বাবুল (৩৭), ২ নম্বর আসামি মাহমুদুল হক (৩০) ও ৬ নম্বর আসামি মো. রায়হান (১৯)।
তারা সবাই উখিয়া উপজেলার রাজপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা নাজির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আ. ম. ফারুক বলেন, গ্রেফতার তিনজনই কুতুপালং এলাকায় জমি বিরোধের জেরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের মধ্যে আব্দুল মান্নান, রওশন আরা ও শাহিনা আক্তার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও মামলার এজাহারনামীয় আসামি। শনিবার ভোরে হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে ওই ট্রিপল মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায়। পরে ৩ থেকে ৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ৩ জনকে গ্রেফতার করে র্যাব। তাদের জিজ্ঞাসাবাদ শেষে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।