Bangla
a day ago

উখিয়ায় ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

Published :

Updated :

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মহুরীপাড়া এলাকার সংরক্ষিত বন থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের চোখে পড়লে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

সোমবার বিকেলে অজগরটিকে দৌছড়ি বিট এলাকার গহীন বনে অবমুক্ত করা হয়।

প্রত্যক্ষদর্শী হোবাইব উদ্দিন বলেন, ‘সকালে সড়কের পাশে অজগরটিকে কুণ্ডলি পাকিয়ে বসে থাকতে দেখি। এত বড় সাপ আগে কখনও দেখিনি। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে তারা টিম নিয়ে এসে সাপটি উদ্ধার করেন।’

দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি জানান, বার্মিজ পাইথন সাধারণত নিরীহ প্রকৃতির এবং এই প্রাণী বনের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্ধার করা অজগরটিকে বন বিভাগের কার্যালয়ে নিয়ে এসে পর্যবেক্ষণ শেষে বনে অবমুক্ত করা হয়েছে।

দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান বলেন, বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ দায়িত্বশীল। স্থানীয়রা যেকোনো বিপজ্জনক প্রাণী দেখা মাত্রই দ্রুত আমাদের জানালে ব্যবস্থা নেওয়া হবে।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছর উখিয়ার বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে ১৮টি বার্মিজ অজগর উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বন বিভাগ। বিশ্বের অন্যতম বৃহৎ এই প্রজাতি সাধারণত নিরীহ এবং শুধুমাত্র আত্মরক্ষায় প্রতিক্রিয়া দেখায়। জীববৈচিত্র্য রক্ষায় এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

tahjibulanam18@gmail.com 

Share this news