Bangla
2 days ago

উখিয়ায় মাটি পাচারকালে ডাম্পার জব্দ করলো বনবিভাগ

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে একটি মাটিভর্তি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে বন বিভাগ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বি-১৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উখিয়া রেঞ্জের আওতাধীন থাইংখালী বিট এলাকার সংরক্ষিত রিজার্ভ বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ‘চট্ট মেট্রো-ড-১১-৩১৫৯’ নম্বরের একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। 

সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘সংরক্ষিত বনভূমি থেকে মাটি কাটার বিষয়ে গোপন সংবাদ পাওয়ার পরই অভিযান চালানো হয়। অবৈধভাবে বনসম্পদ দখল ও ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম শাহিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস এবং উখিয়া সদর বিট কর্মকর্তা আব্দুল মান্নান সহ বন বিভাগের অন্যন্যা কর্মকর্তা কর্মচারী। 

tahjibulanam18@gmail.com

Share this news