Bangla
2 days ago

উত্তরায় গ্রেপ্তার মাদারীপুর জেলা যুব মহিলা লীগ সভাপতি

Published :

Updated :

ঢাকার উত্তরা থেকে মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে উত্তরা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উত্তরা ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূঁইয়া বাসস-কে জানান, ভোর সাড়ে তিনটার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের একটি বাসা থেকে নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নার্গিস আক্তার মাদারীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। 

Share this news