Published :
Updated :
আজাদ কাশ্মির ও অন্যান্য অঞ্চলে ভারতের হামলার জবাবে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
বুধবার (৭ মে) রাতে পাকিস্তানের সরকারি টেলিভিশন পিটিভি জানায়, দেশটির বিমানবাহিনী শত্রুপক্ষের দুটি বিমান গুলি করে নামিয়েছে এবং সব পাকিস্তানি বিমান নিরাপদে রয়েছে।
এর আগে রাতে ভারতের ছোড়া মিসাইল হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত হন, যাদের একজন শিশু। আহত হয়েছেন আরও ১২ জন। এরপরই পাকিস্তান পাল্টা জবাব দিতে শুরু করে বলে জানান দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেন, ভারত বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে এবং নিজেদের আকাশসীমা থেকেই হামলা করেছে।
অন্যদিকে, ভারত জানায় তারা ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা করেছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এতে সেনা বা বেসামরিক লক্ষ্যবস্তু আক্রান্ত হয়নি এবং হামলাটি ছিল পরিকল্পিত ও নিয়ন্ত্রিত।