
Published :
Updated :

ভারতে আবারও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে।
এই বৃদ্ধি পশ্চিমবঙ্গ রাজ্যেও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশ সীমান্তবর্তী এই রাজ্যে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৩ জনে।
তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠছেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পাচ্ছেন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন।

For all latest news, follow The Financial Express Google News channel.