Bangla
5 days ago

ভারতকে 'উপযুক্ত জবাব' দিতে এনএসসি সভা শুরু

Published :

Updated :

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলায় পাকিস্তানকে দুষছে ভারত। 
 
এর প্রেক্ষিতে নয়াদিল্লীর নেওয়া পদক্ষেপের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা পর্যালোচনা করার জন্য পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) সভা শুরু হয়েছে। 

স্থানীয় সূত্রগুলো বলছে, এনএসসি’র বৈঠকে শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং ভারতের তাড়াহুড়ো করে ঘোষিত পদক্ষেপ পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 

ভারতের গৃহীত পদক্ষেপগুলোকে ‘অনুপযুক্ত’ এবং ‘গুরুত্বহীন’ বলে দুঃখ প্রকাশ করে ইসহাক দার বলেন, সাম্প্রতিক ‘সন্ত্রাসী ঘটনার’ (কাশ্মীরে) সঙ্গে পাকিস্তানের সংযোগের কোনো প্রমাণ দিতে পারেনি নয়াদিল্লি। 
 
ঘোষিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, সিন্ধু পানিচুক্তি স্থগিত, আটারি-ওয়াঘা চেকপোস্ট বন্ধ, ভিসা বাতিল, পাক প্রতিরক্ষা কর্মকর্তাদের ফিরে যাওয়ার নির্দেশ ও হাইকমিশনে কর্মকর্তার সংখ্যা কমানো। 

Share this news