Bangla
2 days ago

ভোটার হওয়ার সুযোগ বাড়ল, অনুমোদন পেল অঙ্গ-প্রত্যঙ্গ দান আইন

Published :

Updated :

নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) উপদেষ্টা পরিষদে এ সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন পায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এতদিন শুধু পূর্ববর্তী বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যারা ১৮ হতেন, তারাই ভোটার হতে পারতেন। এখন তফসিল ঘোষণার আগ পর্যন্ত যারা ১৮ হবেন, তারাও ভোটার হতে পারবেন।

এছাড়া বৈঠকে 'মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫' অনুমোদিত হয়েছে। এতে কিডনি প্রতিস্থাপনসহ অঙ্গদানের সুযোগ বাড়ানো হয়েছে। মৃত্যুর পর দেহ থেকে অঙ্গ সংগ্রহের নিয়মও এতে অন্তর্ভুক্ত।

সভায় আরও অনুমোদন পায় ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’।

গোপালগঞ্জে সহিংসতা তদন্তে গঠিত কমিটি ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করবে বলেও জানানো হয়।

Share this news