Bangla
3 days ago

ইয়াবা ও ট্রাক ফেলে পালাল চালক হেলপার

Published :

Updated :

কক্সবাজারের রামুতে ২৩ হাজার ৯০০ পিস ইয়াবাসহ একটি ডাম্পার ট্রাক জব্দ করেছে র‌্যাব-১৫।

রোববার (৩১ আগস্ট) রামুর  খুনিয়াপালং ইউপির ০৩নং ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং এলাকায় কক্সবাজার - টেকনাফ মহাসড়কের পাশে ছনখোলা পাড়া রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক। 

তিনি বলেন, চেকপোস্ট তল্লাশি চলাকালে টেকনাফ থেকে আসা ১টি হলুদ-নীল রংয়ের ডাম্পার ট্রাককে থামানোর জন্য সংকেত দিলে র‌্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে উক্ত ডাম্পার ট্রাকের চালক, মালিক ও হেলপার দ্রুত ট্রাক থামিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ডাম্পার ট্রাকটি তল্লাশী করে ট্রাকের এয়ার ফিল্টারের ভিতর থেকে ২৩,৯০০  ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ট্রাক জব্দ করা হয়। 

র‍্যাব অফিসার ফারুক আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা) ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

Share this news