Bangla
8 months ago

যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

Published :

Updated :

রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকার ভাড়া বাসার সামনে থেকে পুলিশের কনস্টেবল হুমায়ুন কবির (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়িচালক ছিলেন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে যাত্রাবাড়ী দয়াগঞ্জ বটতলা এলাকার বাসার সামনে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার গলায় দাগ দেখতে পায়। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Share this news