Bangla
6 hours ago

যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, ৬০ শতাংশ বেড়ে ৪.৭৩ বিলিয়ন ডলার

Published :

Updated :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা সাম্প্রতিক মাসগুলোতে পত্রিকার শিরোনামে প্রাধান্য পেলেও, বিশ্বের বৃহত্তম অর্থনীতি থেকে রেমিট্যান্স প্রবাহ নীরবে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে, যা আগের অর্থবছরের তুলনায় ৫৯ দশমিক ৮ শতাংশ বেশি।

এটি দেশভিত্তিক রেমিট্যান্সের মধ্যে সর্বোচ্চ। এই অর্থ দেশে আসা মোট রেমিট্যান্স ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারের প্রায় ১৫ শতাংশ।

এই প্রবৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে বলে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি। এর মধ্যে রয়েছে অনুকূল বিনিময় হার ও নগদ প্রণোদনা।

বাংলাদেশের অর্থনীতির জন্য রেমিট্যান্স একটি গুরুত্বপূর্ণ জীবনরেখা হিসেবে কাজ করে। এটি বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা আনে, রিজার্ভ গড়ে তোলে এবং প্রয়োজনীয় আমদানি মূল্য পরিশোধে সহায়তা করে।

বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, "অনেক কারণ রয়েছে, তবে আমার মতে নগদ প্রণোদনা ও অনুকূল বিনিময় হার প্রধান ভূমিকা রেখেছে।"

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে আসায় প্রবাসী বাংলাদেশিদের চাকরির নিরাপত্তা ও আয় বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে তারা বেশি রেমিট্যান্স পাঠাতে সক্ষম হয়েছেন।

এছাড়া তিনি উল্লেখ করেন, এই বৃদ্ধির পেছনে একটি গঠনগত পরিবর্তনও রয়েছে। বহু প্রবাসী এখন অবৈধ 'হুন্ডি' চ্যানেলের পরিবর্তে দ্রুত, নিরাপদ ব্যাংকিং চ্যানেল ব্যবহারে ঝুঁকছেন, যার পেছনে রয়েছে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ব্যাংকগুলোর দেওয়া প্রতিযোগিতামূলক বিনিময় হার।

একই সময়ে সৌদি আরব থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪ দশমিক ২৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স ১০ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে।

যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স প্রবাহ ১৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে।

ধারণা করা হয়, প্রায় ১ কোটি ৩০ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত। 

jasimharoon@yahoo.com 

Share this news