Published :
Updated :
২৯ ঘণ্টার টানা বিতর্ক শেষে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যাপক করছাড় ও ব্যয় পরিকল্পনার বিল—‘বিগ বিউটিফুল বিল’—পাস হয়েছে।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) ২১৮ বনাম ২১৪ ভোটে বিলটি পাস হয়। ডেমোক্রেট দলের ২১২ জন সদস্যই এর বিরোধিতা করেন। রিপাবলিকান দলের দুই সদস্য থমাস ম্যাসি ও ব্রায়ান ফিটজপ্যাট্রিকও বিপক্ষে ভোট দেন।
হাউস স্পিকার মাইক জনসন বলেন, “আমি এই ভিশনে বিশ্বাস করি, আমি এই দলের ওপর আস্থা রাখি, আমি আমেরিকাকে বিশ্বাস করি।”
এখন বিলটি প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে পাঠানো হয়েছে। ট্রাম্প আগেই চেয়েছিলেন এটি ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই পাস হোক।
বিলের মূল বৈশিষ্ট্য: যুক্তরাষ্ট্রের ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে, ইমিগ্রেশন নিরাপত্তায় বাড়তি অর্থ বরাদ্দ, ২০১৭ সালের বিতর্কিত করছাড় স্থায়ী করা হবে—যা মূলত ধনীদের জন্য সুবিধাজনক, ব্যয় সংকোচনের অংশ হিসেবে মেডিকেইড ও ফুড স্ট্যাম্প সুবিধা কমানো।
কংগ্রেসনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, এই বিল বাস্তবায়িত হলে আগামী ১০ বছরে ১ কোটি ৭০ লাখ মানুষ স্বাস্থ্যবিমা হারাবে এবং বাজেট ঘাটতি বাড়বে ৩.৩ ট্রিলিয়ন ডলার।
ডেমোক্রেট নেতারা এই বিলকে “ধনীদের করছাড় দিয়ে দরিদ্রদের অধিকার হরণ” হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, সমাজের শীর্ষ ধনীরা লাভবান হবেন, আর দরিদ্ররা স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা হারাবেন।
বিলটি এখন আইনে পরিণত হওয়ার অপেক্ষায় এবং ট্রাম্প প্রশাসনের অন্যতম বড় রাজনৈতিক সাফল্য হিসেবে এটি বিবেচিত হচ্ছে।