Published :
Updated :
আগামীকাল ১ জুলাই থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিঙ্গেল উইন্ডো সিস্টেমের আওতায় আমদানি ও রপ্তানির সময় ১৯টি সংস্থার জারি করা সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট (সিএলপি) অনলাইনের মাধ্যমে দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানান।
এনবিআর জানায়, ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (BSW) একটি অনলাইন প্ল্যাটফর্ম। এর মাধ্যমে আমদানি-রপ্তানিকারকরা প্রয়োজনীয় সিএলপি সংগ্রহ ও আবেদন করতে পারবেন। এই সেবা নিতে হলে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (BIN) ব্যবহার করে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
এই সিস্টেম চালুর ফলে যেসব সুবিধা পাওয়া যাবে:
১. আমদানি-রপ্তানি পণ্যের প্রয়োজনীয় সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট একক প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট সংস্থাগুলো অনলাইনে ইস্যু ও গ্রহণ করতে পারবে।
২. সরাসরি দাপ্তরিক যোগাযোগের প্রয়োজন না থাকায় প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
৩. আমদানি-রপ্তানির প্রক্রিয়ায় সময় ও খরচ কমবে।
৪. দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।
এনবিআর আরও জানায়, এই সিস্টেমে ইতিমধ্যে ৩ লাখ ৮৯ হাজার ১৫টি সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যু হয়েছে। যার ৮৫.৯৭ শতাংশ এক ঘণ্টার মধ্যে এবং ৯৪.৬৩ শতাংশ এক দিনের মধ্যেই দেওয়া হয়েছে।
বর্তমানে DGDA, EPB, DOEX, BNACWC, BEZA, BEPZA, DOE, BSTI, BAERA, BAEC, CAAB, BTRC, DOF, DLS, PQW, BIDA, BGMEA, BKMEA এবং CCI\&E — এই ১৯টি সংস্থার ইস্যুকৃত সিএলপি এই সিস্টেমের আওতায় অনলাইনে দাখিলের জন্য নির্ধারিত হয়েছে।
এই প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো সহায়তা প্রয়োজন হলে হটলাইন ১৬১৩৯ বা [www.bswnbr.gov.bd] (http://www.bswnbr.gov.bd) ওয়েবসাইট থেকে তথ্য ও সহায়তা নেওয়া যাবে।