১ কোটি প্রাথমিক সদস্য নেবে বিএনপি, শর্ত সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ

Published :
Updated :

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি অন্য দল বা অরাজনৈতিক ব্যক্তিদের সদস্য হওয়ার সুযোগ দেয়নি। তবে এখন দলটি এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দুই মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।
শর্ত সাপেক্ষে আওয়ামী লীগসহ যে কোনো ব্যক্তি বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন বলে জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (৮ মে) রুহুল কবির রিজভী জানান, কেউ যদি দীর্ঘদিন রাজনীতি না করেন বা আওয়ামী লীগ থেকে সরে গিয়ে অবৈধ কর্মকাণ্ড পছন্দ না করেন, তাহলে তারা বিএনপিতে যোগ দিতে পারবেন।
তিনি বলেন, "যারা সমাজে ক্লিন ইমেজের মানুষ; তিনি শ্রমিক, কৃষক, ব্যাংকার হতে পারেন, এক্ষেত্রে কোনো মানদণ্ড নেই। আমাদের দলের আদর্শ ধারণ করেন কিনা সেটা হচ্ছে বিষয়।"
তবে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল বা টাকা পাচার করেছেন, তাদের বিএনপিতে যোগ দেওয়া নিষিদ্ধ থাকবে বলে জানান তিনি।
রিজভী আরও বলেন, "বিএনপির নতুন সদস্য হতে পারবে সমাজের সর্বস্তরের মানুষ। যারা বিএনপিকে পছন্দ করেন, তারা আগ্রহী হবেন বিএনপির সদস্য হতে, এটা প্রত্যাশা করি। কারণ এখন তো শেখ হাসিনার সেই আগ্রাসন আর নেই।"
এছাড়া ১০ জানুয়ারি দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, "ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।"

For all latest news, follow The Financial Express Google News channel.