Bangla
2 days ago

১ লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকা জব্দ করেছে সরকার

Published :

Updated :

দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারের অভিযোগে শেখ পরিবারসহ ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় পৌনে দুই লাখ কোটি টাকার জব্দকৃত সম্পদ ও অর্থ দিয়ে সরকার ‘লুটের টাকা ব্যবস্থাপনা তহবিল’ গঠনের উদ্যোগ নিয়েছে। 

১৯ মে (সোমবার) পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠক শেষে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, প্রেস সচিব শফিকুল আলম এবং বিএফআইইউ প্রধান এ এফ এম শাহিনুর ইসলাম।

প্রেস সচিব জানান, শেখ হাসিনা ও তার পরিবারের পাশাপাশি ১০টি শিল্পগোষ্ঠীর এক লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকার অর্থ অ্যাটাচমেন্ট আছে। ১৬ কোটি ৪০ লাখ ডলার (দেশীয় মুদ্রায় পরিমাণ ২০০০ কোটি টাকা) এবং ৪২ হাজার ৬১৪ কোটি টাকার অস্থাবর সম্পত্তি স্থিতি (ফ্রিজিং) অবস্থায় রয়েছে। 

এছাড়া বিদেশে ২৫৩ কোটির (২ কোটি ৭ লাখ ডলার) অস্থাবর সম্পত্তি জব্দ আছে বলেও জানান তিনি। 

Share this news